জেনে নিন কেন ছেলেদের জামার পিছনে একটি লুপ রাখা হয় ??
যে কোনও ভাল ব্র্যান্ডের শার্টের পিছনেই ছোট্ট লুপটি থাকে। অনেকে তার নাম
পর্যন্ত জানেন না। কেন এই লুপ ছেলেদের জামা রাখা হয়, তাও অনেকের কাছেই
অজানা। তবু থাকে। শুধু কি ফ্যাশন? নাকি এর অন্য কোনও কার্যকরিতাও আছে?
বস্তুত কাজে লাগে না বলেই অধিকাংশ ছেলেরাই এই লুপের কথা ভুলে থাকেন। কিন্তু
একটা বিশেষ প্রয়োজনেই এর সূত্রপাত। ছেলেদের ফ্যাশনে বহু বিবর্তন হয়েছে।
আর ছয়ের দশক থেকে এই লুপ ছেলেদের জামার অত্যাবশকীয় অংশ হয়ে গিয়েছে। কিন্তু
কেন এই লুপ? জানা যাচ্ছে, এই ধরনের লুপকে বলা হত লকার লুপ।
ইস্ট কোস্ট নাবিকদের জন্যই পোশাকে এই বিশেষ অংশটির সংযোজন হয়েছিল।
দিনের পর দিন সমুদ্রে কাটাতে হত তাঁদের। জামা পরিষ্কার করে হ্যাঙ্গার
ছাড়াই এই লুপের সাহায্যে তাঁরা ঝুলিয়ে দিতেন কোনও তারে। তাতেই শুকনো হত
জামা। তাছাড়া এই লুপটি এমন অবস্থানে থাকে যে, এইভাবে জামা ঝুলিয়ে রাখলে
তাতে ভাঁজও পরে না। ফলে পরদিন আবার ওই পোশাকই পরতে পারতেন নাবিকরা। অনেক
সময় জাহাজের হুকেই জামা ঝুলিয়ে রাখতেন তাঁরা। ফ্যাশনের দুনিয়ায় এই লুপকে
বলা হয় লকার লুপস। মূলত এই সুবিধার জন্য লুপের আবিষ্কার। কিন্তু নাবিকদের
কার্যকরিতা টপকে তা উঠে আসে স্থলভূমিতেও। আর ফ্যাশন জগতে রীতিমতো হলুস্থূল
লাগিয়ে দেয়। নাবিকদের প্রয়োজন এতদিনে ফুরিয়েছে। কিন্তু ফ্যাশনের জগত থেকে
এই লুপের বিদায় হয়নি। আর তাই আজও ছেলেদের পোশাকে থাকে এই লকার লুপস।
ফ্রুট লুপস বলেও তা জনপ্রিয় হয়ে ওঠে। জানা যায়, আধুনিক সময়ে ছেলেদের
রিলেশনশিপ স্ট্যাটাসও নির্ধারণ করে এই ফ্রুট লুপ। কোথাও কোথাও এরকমও
রেওয়াজ আছে যে, মহিলারা তাঁদের পছন্দের ছেলেের শার্টের লকার বা ফ্রুট লুপটি
ছিঁড়ে দেন। তাতেই তাঁদের পছন্দের ঠিকানা লেখা থাকে। আবার আইভি ডেটিং
কালচারে ছেলেরা কমিটেড বোঝাতে নিজেরাই লুপটি ছিঁড়ে রাখেন। অর্থাৎ
এনগেইজমেন্ট রিংয়ের যা কাজ, এই লুপই যেন প্রকারন্তরে সে কাজ করে দেয়। তবে
এখন সেরকম কোনও কিছুই প্রয়োজনীয়তা নেই। কেবল ফ্যাশন হয়েই শার্টের পিছনে
ঝুলে থাকে ছোট্ট লুপটি।
জেনে নিন কেন ছেলেদের জামার পিছনে একটি লুপ রাখা হয় ??
Reviewed by shahinmolla.com
on
October 25, 2017
Rating:
Reviewed by shahinmolla.com
on
October 25, 2017
Rating:

No comments: